নিজস্ব প্রতিনিধি – মিসরের কায়রোতে আড়াই হাজার বছর আগে কবর দেওয়া একজন নারী ও পুরুষের দেহাবশেষ উদ্ধার হয়েছে। জানা গেছে, তাদের দেহাবশেষের জিহ্বার স্থলে সোনার পাত পাওয়া গেছে। সোনার সেই পাতটি জিহ্বার আকৃতির বলে ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আলাদা সমাধিতে দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। ২৫০০ বছর আগে চুনাপাথর সম্বলিত স্থানে তাদের কবর দেওয়া হয়েছিল।
পুরুষের দেহাবশেষ যে সমাধি থেকে উদ্ধার হয়েছে, সেখানে আরো বেশ কিছু জিনিস পাওয়া গেছে। সীল করা অবস্থায় থাকা দেহাবশেষগুলোর পাশে ক্যানাপিক জার, পাথরের পোকা ছিল।
নারীর দেহাবশেষ কিছুটা অগোছালো অবস্থায় উদ্ধার হয়েছে। সমাধি খননকারী দস্যুদের নজরে আগেই সেটি পড়েছিল বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা।
অনেকের ধারণা, মরদেহের সঙ্গে সোনার জিহ্বা দেওয়ার কারণ হলো- তাদের আত্মার প্রতি করুণা দেখানোর জন্য রাজি করার উপায়। তবে সেটি কারো কারো বিশ্বাস মাত্র।
পুরুষটির মাথার খুলি এখনও ভালোভাবে সংরক্ষিত আছে এবং সোনার জিহ্বাটি স্পষ্টভাবে মুখ থেকে উঁকি দিতে দেখা গেছে। এমনকি তার দাঁতের সারিও বেশ ভালো অবস্থায় রয়েছে।
159 total views, 2 views today