শান্তি রায়চৌধুরী:  রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়েছে সংক্রামিতের সংখ্যা। সোমবার নমুনা পরীক্ষা কমায় অবশেষে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। তবুও এতে স্বস্তির কোনও জায়গা নেই। কারণ রাজ্যের পজিটিভিটি রেট রীতিমতো আঁতকে ওঠার মতো।

স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, এদিন পজিটিভিটি রেট ৩৭.৩২ শতাংশ। অর্থাৎ ১০০ জনের লালার নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে ৩৭ জনেরও বেশি মানুষের সংক্রমণ ধরা পড়েছে। গতকাল পজিটিভিটি রেট ছিল ৩৩.৮৯ শতাংশ।

সোমবার স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ১৯ হাজার ২৮৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। রবিবার সেই সংখ্যা ছিল ২৪ হাজার ২৮৭। কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের।

রবিবার সেই সংখ্যা ছিল ১৮। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ১৮৭ জন। সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ। এদিন রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ৬৭৫টি। গতকাল ৭১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা হয়েছিল। অর্থাৎ রাজ্যে একধাক্কায় নমুনা পরীক্ষা কমেছে প্রায় ২০ হাজার।

Loading