নিজস্ব প্রতিনিধি – **করোনা আবহে রাজ্যের সব দফতরে খরচ কমানোর নির্দেশ। সব দফতরে খরচ কমানোর নির্দেশ দিল অর্থ দফতর। নবান্ন সূত্রে খবর, বড় অঙ্কের খরচের ক্ষেত্রে নিতে হবে বিশেষ অনুমতি। কম্পিউটার, গাড়ি কেনার ক্ষেত্রে কড়াকড়ি রাজ্য সরকারের। জুনের পর ফের নির্দেশিকা রাজ্য অর্থ দফতরের।
**কোভিড বিধি উড়িয়ে বারাসাতের বাদুতে পুলিশ ফাঁড়ির কাছেই চলল জলসা। অধিকাংশ দর্শকেরই মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি। স্থানীয় কোঅর্ডনিটরের দাবি, তিনি বারণ করলেও শোনেননি আয়োজকরা। এই নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ।
**এক ফোনেই অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন, নাগরিক সুবিধার্থে কোভিড কন্ট্রোল রুম চালু জলপাইগুড়িতে।ফোন নম্বরটি জানালেই বিনামূল্যে সব ব্যবস্থাই করবে পুরসভা। যোগাযোগ: ৮০১৬০৫৯২৯১।