শান্তি রায়চৌধুরী: আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতি আগ পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার ছিলেন শ্রেয়াস আইয়ার। বিরতি থেকে ফিরে তাকে টপকে যান ঈষান কিশান। আর দিনের শেষে শেয়াসকে টপকে গেলেন দীপক চাহার। অর্থাৎ নিলামের প্রথম দিনের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার এখন চাহার।

প্রথম দিনের শেষ বেলায় ২ কোটি টাকা বেস প্রাইসের দীপক চাহারের জন্য দর হাঁকে দিল্লি। তাকে নেয়ার লড়াইয়ে নামে হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংস শেষ মুহূর্তে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত চেন্নাই ১৪ কোটি টাকায় দলে ফেরায় দীপক চাহারকে। এখনও পর্যন্ত চেন্নাইয়ের নিলামের ইতিহাসে এটিই সব থেকে বেশি খরচ।

 56 total views,  2 views today