নিজস্ব প্রতিনিধি – ব্যবহারকারীদের জন্য নতুন একাধিক নিরাপত্তা ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মেসেজিং লেভেল রিপোর্টিং ও ফ্ল্যাশ কল নামের দুটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ।
মেসেজ লেভেল রিপোর্টিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারিত কোনো মেসেজের বিষয়ে হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ জানাতে পারবে। নির্ধারিত মেসেজে দীর্ঘ চাপের মাধ্যমে ব্যবহারকারীরা রিপোর্ট করতে পারবেন বা অন্যদের ব্লক করতে পারবেন।
স্প্যাম মেসেজ, ইচ্ছাকৃত হয়রানি, অযাচিত বার্তা অথবা হুমকির বিরুদ্ধে এ ফিচার ভালোভাবে কাজ করবে। সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে প্লাটফর্মটি জানায়, তারা সেপ্টেম্বরে ২২ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে।
ফ্ল্যাশ কল ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী যখন ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল বা রি-ইনস্টল করবেন তখন মেসেজের পরিবর্তে স্বয়ংক্রিয় কলের মাধ্যমে পরিচিতি যাচাই করা যাবে। হোয়াটসঅ্যাপ এটিকে অধিক নিরাপদ পন্থা বলে দাবি জানিয়েছে।