নিজস্ব প্রতিনিধি – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে এখন পর্যন্ত বিশ্বের ৩৮টি দেশে করোনার বৈকল্পিক সংক্রামক ওমিক্রন ধরণ শনাক্ত হয়েছে কিন্তু এই ধরনে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি হয় নি। সর্বশেষ কয়েক মাসে ইউরোপে অর্ধেকের বেশি সংক্রমণের জন্য দায়ী এই ধরণ।
দক্ষিণ আফ্রিকায় গত ২৪ নভেম্বর প্রথম শনাক্ত হওয়া এই ব্যাপক সংক্রামক ধরণকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা ও বিধি-নিষেধ জারি করছে। একই সময়ে আর্থিক সংস্থাগুলো সতর্ক করে বলছে এটি বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই ধরণটির সংক্রমণের মাত্রা কতটা, এর লক্ষ্মণগুলো কি কি, এবং এর বিরুদ্ধে টিকা এবং চিকিৎসা কিভাবে কাজ করে তা জানতে আরো সপ্তাহখানেক লাগবে।
দক্ষিণ আফ্রিকার ডাক্তাররা বলছেন ৫ বছরের নিচের বয়সী শিশুদের এই ধরণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বাড়ছে, তবে শিশুরাই এই ধরণে আক্রান্তের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কি না তা এখনো জানা যায় নি।