নিজস্ব প্রতিনিধি – চীনের গবেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষকে তাদের অপরাধের জন্য অভিযুক্ত করতে পারে এমন মেশিন বিশ্বে তারা প্রথম তৈরি করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গবেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রসিকিউটর মৌখিক বর্ণনা শুনেই ৯৭ শতাংশের বেশি নির্ভুলভাবে অভিযোগ দায়ের করতে পারবে।

জানা গেছে, মেশিনটি তৈরি ও পরীক্ষা করা হয়েছে চীনের বৃহত্তম এবং ব্যস্ততম জেলা প্রসিকিউশন অফিস সাংহাই পুডং পিপলস প্রকিউরেটর দ্বারা।

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সস এর প্রধান প্রফেসর শাই ইয়ং বলেছেন, এই মেশিন ব্যবহার করে প্রসিকিউটরদের দৈনন্দিন কাজের চাপ কমানো সম্ভব। আর এতে করে প্রসিকিউটররা আরও কঠিন কাজগুলোর দিকে মনোনিবেশ করতে পারবেন।

ই করা যায়। এছাড়া গ্রেপ্তারের শর্ত এবং সন্দেহভাজন ব্যক্তিকে জনসাধারণের জন্য কতটা বিপজ্জনক বলে মনে করা হয়, সেটাও এই টুল দিয়ে মূল্যায়ন করা যায়।

 165 total views,  2 views today