নিজস্ব প্রতিনিধি – দিল্লির ব্রার স্কয়ার শ্মশানে সামরিক মর্যাদায় ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তার দেহভস্ম হরিদ্বারের গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। জেনারেলের দুই কন্যা ক্রিতিকা এবং তারিনি এ কাজ করেন। গত বুধবার এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন জেনারেল বিপিন।

এদিকে বিপিন রাওয়াতকে নিয়ে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তার পাইলট ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। বুধবারের সেই দুর্ঘটনার আগে মঙ্গলবার রাতে বাড়িতে শেষ ফোনটি মা সুশীলাকেই করেছিলেন পৃথ্বী। এ সময় মায়ের সাথে পারিবারিক অনেক কথাই হয় তার।

ফোনালাপে মাকে পৃথ্বী বলেন, আগ্রার মিলিটারি হাসপাতালে মায়ের জন্য এপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথাও বলে রেখেছেন।

Loading