শান্তি রায়চৌধুরী: আজও সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা উন্নতি হয়নি। ২৩ জানুয়ারি থেকে কলকাতা এক বেসরকারি হাসপাতলে তিনি ভর্তি রয়েছেন। প্রাক্তন এই ফুটবলারের শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়েছে। বুকের এক্স-রেতেও সংক্রমণ বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। পাশাপাশি, নতুন করে জ্বর এসেছে তাঁর।
সোমবার হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সকাল থেকেই সুরজিতের অবস্থার অবনতি হয়েছে। শরীরে রক্তচাপের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। মূত্র নিঃসরণও স্বাভাবিক নিয়মে হচ্ছে না। দীর্ঘদিন ধরেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ভেন্টিলেশনের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৩ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে।
ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনিয়মিত হৃৎস্পন্দন এখনও ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুরজিতের জ্বর এসেছে। বুকের এক্স রে-তে সংক্রমণ ধরা পড়েছে। বিভিন্ন অ্যান্টিবায়োটিকেরও প্রভাব পড়ছে শরীরে।
102 total views, 6 views today