নিজস্ব প্রতিনিধি – পাহাড় সহ উত্তরবঙ্গের প্রায় ৩০০ টি চা বাগানের ৩লক্ষ শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য আজ বৈঠকে বসছে রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না ও শ্রমসচিব  বরুণ রায় সহ দপ্তরের এক ঝাঁক অফিসার। কত মজুরি বাড়বে সে ব্যাপারে অবশ্য কোনো সিদ্ধান্ত হয়নি।

আজকের বৈঠকে থাকবে শ্রমিক সংগঠন ও চা বাগান মালিক এর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এই বৈঠকেই সমাধান হয়ে যাবে এমনটা আশা করছেন না সরকারি কর্তারা। তাদের ধারণা, একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র বের হবে এবং দৈনিক মজুরি বেশ কিছুটা বাড়ানো সম্ভব হবে।

 177 total views,  2 views today