নিজস্ব প্রতিনিধি – নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সবকটি স্টেশনে কোড স্ক্যানার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। মোবাইলে ই-টিকেটিং এখন শুধু চালু হওয়ার অপেক্ষা।

যাত্রীদের সুবিধার্থে খুব শীঘ্রই কলকাতা মেট্রোয়  চালু হতে চলেছে কিউ আর কোড বেসড টিকিট। এই  নতুন পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। করোনাকালে এই পদ্ধতি খুবই জরুরী ছিল।

কীভাবে মিলবে কিউআর কোড বিশিষ্ট এই টিকিট?

এর জন্য মোবাইল ফোনে অবশ্যই যাত্রীকে রাখতে হবে কলকাতা মেট্রো অ্যাপ। সেখানে নিজের নাম রেজিস্টার করে কাটা যাবে টিকিট।

জেনে রাখুন:

প্রত্যেক স্টেশনের জন্য থাকবে পৃথক কিউআর কোড। যে মোবাইল থেকে টিকিট কাটা হচ্ছে, একমাত্র সেই মোবাইল থেকেই কিউআর কোড কাজ করবে। যে স্টেশন থেকে যাত্রী উঠবেন এবং যেখানে নামবেন, সেই দুই স্টেশনের নাম অ্যাপে লিখতে হবে। দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। অনলাইনে সেই ভাড়া মেটানোর সঙ্গে সঙ্গে যাত্রীর মোবাইলে চলে আসবে কিউআর কোড।

কিভাবে খুলবে গেট:

নির্দিষ্ট স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে ওই কিউআরকোড ধরলেই যন্ত্র তা পড়ে নেবে। খুলে যাবে গেট। স্টেশনে ঢোকা ও বেরনোর সময় স্ক্যান করতে হবে কোডটি। নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আদান-প্রদান হবে টাকার।

মেট্রো কর্তৃপক্ষের দাবি অফিস টাইমে যাত্রীদের লাইনের ভিড় এড়াতে এই ব্যবস্থা আরও গ্রহণযোগ্য হবে আগামী দিনে। বিশেষ করে করোনাকালে এই পদ্ধতি সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছেও কিউআর কোড টিকেটিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা থাকবে অনেকটাই।

 44 total views,  2 views today