শান্তি রায়চৌধুরী: কাশীর বিশ্বনাথ ধামে কর্মরত কর্মীদের জন্য ১০০ জোড়া পাটের জুতো পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির চত্বরে চামড়ার জুতো নিষিদ্ধ তাই সেখানে কর্মরতরা খালি পায়েই থাকেন। করিডর উদ্বোধন করতে গিয়ে তা লক্ষ্য করেন প্রধানমন্ত্রী। তারপরই তাঁদের জন্য ১০০ জোড়া পাটের জুতো পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিছুদিন আগে প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ ধামের নয়া করিডর উদ্বোধন করতে দু’দিনের সফরে বারাণসী গিয়েছিলেন ।

সেখানে পুরোহিত, সেবায়েত, নিরাপত্তা রক্ষী, স্যানিটেশন কর্মীদের খালি পায়ে চলাফেরার বিষয়টি লক্ষ্য করেন। তা দেখার পর প্রধানমন্ত্রী ১০০ জোড়া জুতো উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি রঙ বেরঙের কারুকার্য করা জুতোর বরাতও দেন। কাশী বিশ্বনাথ ধামে মোদির এই উপহার পৌঁছোতেই খুশির হাওয়া সেখানকার কর্মীদের মধ্যে।

 338 total views,  2 views today