নিজস্ব প্রতিনিধি – তালেবান ক্ষমতা নেওয়ার পর আগফানিস্তানে ছয় হাজার ৪০০ জনের বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
অলাভজনক প্রতিষ্ঠান রিপোর্টারস উইথআউট বর্ডারস (আরএসএফ) এবং আফগান ইন্ডিপেনডেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এআইজেএ) করা প্রতিবেদনে দেশটিতে সাংবাদিকদের চাকরি হারানোর এই আমূল পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, ২৩১টির বেশি মিডিয়া আউটলেট বন্ধ হয়েছে।
আরএসএফ এবং এআইজেএ-এর জরিপ বলছে, প্রায় তিন মাস আগে তালেবানের ক্ষমতা দখল করে নেওয়ার পর দেশটির মিডিয়া জগতের ব্যাপক পরিবর্তন হয়েছে।
প্রতি ১০ টি মিডিয়া আউটলেটের মধ্যে চারটির বেশি মিডিয়া আউটলেট বন্ধ হয়ে গেছে এবং ৬০ শতাংশ সাংবাদিক চাকরি হারিয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই বলছে, আফগানিস্তানে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে নারী সাংবাদিকরা। তালেবানের ক্ষমতা নেওয়ার পর ৮০ শতাংশ নারী তাদের চাকরি হারিয়েছেন।
আরএসএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসের মধ্যে দেশটিতে ৫৪৩টি মিডিয়া আউটলেটের মধ্যে এখন চালু রয়েছে ৩১২টি। এরমানে ৪৩ শতাংশ আফগান মিডিয়া তিন মাসে বন্ধ হয়েছে।