নিজস্ব প্রতিনিধি -**ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে দক্ষিণ কোরিয়ার আন সিয়ং-এর কাছে ২১-১৬ ও ২১-১২এ সরাসরি হেরেছেন।

**দক্ষিণ ভারতের সঙ্গে হাওড়ার যে যোগাযোগকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় দেখা গেছে, ঘূর্ণিঝড় বা অতি গভীর নিম্নচাপের ফলে যে তীব্র বৃষ্টি হয়, তাতে মাঝ পথে যাত্রীদেরকে অনেক সমস্যায় পড়তে হয়। সেই কারণেই আজ দক্ষিণ-পূর্ব রেলের  ৩৮টি ট্রেন বাতিল করা হয়েছে।

 189 total views,  2 views today