শান্তি রায়চৌধুরী: এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে। যত দিন যাচ্ছে পরিস্থিতির আরও খারাপের দিকেই যাচ্ছে।
এই অবস্থা নিয়ে আলোচনা করতে আজ সোমবার দেশের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য পাঁচটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেই ৫টি রাজ্য হল- রাজস্থান, গোয়া, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এছাড়া দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউও তালিকায় আছে।
এ নিয়ে রবিবার প্রধানমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন করোনা পরিস্থিতি মোকাবিলার আলোচনা করতে।
যে পাঁচ রাজ্য আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে, তার মধ্যে গোয়াতে আবার ফেব্রুয়ারি মাসে রয়েছে বিধানসভা নির্বাচন। এই বৈঠকে তা গুরুত্ব পাবে।
তবে দেশে ভয়ংকর করোনা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা সম্ভব তাই হবে বৈঠকের মূল বিষয়।
283 total views, 2 views today













