শান্তি রায়চৌধুরী: নতুন বছরে বাঙালির সেরা উপহার দেব ও পরান বন্দ্যোপাধ্যায়ের ছবি টনিক। দেব প্রোডাকশন হাউসের ছবি টনিক টেক্কা দিচ্ছে বলিউড সহ হলিউডকেও।
টনিক এমন একটি বাংলা চলচ্চিত্র যার পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক সকলেই বাঙালি। সিনেমার পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী ও প্রণব কুমার গুহ, সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী এবং শ্রেয়া ঘোষাল।
প্রথম ১০ দিনে ‘টনিক’ বক্স অফিসে প্রায় ২ কোটি টাকা আয় করেছে। যা বলিউড সিনেমা ‘৮৩’, হলিউড সিনেমা স্পাইডার ম্যান এবং সাউথ ইন্ডিয়ান ছবি ‘পুষ্পা’ কে টক্কর দিয়েছে। টনিক এমন একটি পারিবারিক ছবি যেখানে ৮ থেকে ৮০ সকলের মন ছুঁয়েছে। সিনেমাটির মুখ্য ভূমিকা টনিকের চরিত্রে অভিনয় করেছেন দেব এবং পরান বন্দ্যোপাধ্যায় হলেন জলধর সেন।
এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছে শকুন্তলা বড়ুয়া, পার্থ সেন, রানী সেন প্রমুখ। পুরো সিনেমা জুড়ে দেব ও পরান বন্দ্যোপাধ্যায়ের অভিনয় অসাধারণ যা মন ছুঁয়েছে বাঙালির।