নিজস্ব প্রতিনিধি – বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে তার গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগায়  দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায়। তৃণমূল নেত্রীর পাশাপাশি গাড়িতে উপস্থিত আরও কয়েকজন আহত হয়েছেন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি।

প্রসঙ্গত, গত প্রায় বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় ছিলেন সায়ন্তিকা। জনসংযোগ চালাচ্ছিলেন সেখানে। এদিন তাঁর ফেরার কথা ছিল। কলকাতায় যাওয়ার পথেই অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে লরি। দুর্ঘটনার পরই লরি সহ চালককে আটক করেছে পুলিশ।

 208 total views,  2 views today