নিজস্ব প্রতিনিধি – **সোনা পাচারের এক মামলায় ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। মুম্বাই থেকে গ্রেপ্তার করা কলকাতার ব্যবসায়ী সঞ্জয় আগরওয়াল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তিনি সোনা পাচারের সঙ্গে যুক্ত। তার সম্পত্তি ও বাজেয়াপ্ত করা হয়েছে।
**যাদবপুরে কেন্দ্রীয় সরকারের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে কর্মী বিক্ষোভ। কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিকভাবে বেতন কমিয়ে দেওয়ার অভিযোগ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
**কলকাতা পুরভোটের প্রস্তুতি। আজ বরোর পর্যবেক্ষক ও রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার প্রতি বরোতে থাকছেন একজন করে পর্যবেক্ষক। নিয়োগ করা হচ্ছে ৪ জন বিশেষ পর্যবেক্ষকও।
**দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা দু’জন ব্যক্তির দেহে করোনা পাওয়া গিয়েছে। কোভিড পরীক্ষার পর একজনের নমুনা থেকে দেখা গিয়েছে।
কোভিড পরীক্ষার পর একজনের নমুনা থেকে দেখা গিয়েছে ‘এটি ডেল্টার বিকল্প রূপ থেকে অনেকটাই আলাদা।’
**কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজোড়া উদ্বেগের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মডার্না আশার কথা শোনাল। ওই সংস্থার দাবি, জরুরি প্রয়োজনে আগামী বছরের গোড়াতেই ওমিক্রনের ভ্যাকসিন বাজারে আনতে পারবে তারা।