নিজস্ব প্রতিনিধি – মূল করোনাভাইরাস ও এটির অন্যান্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে ওমিক্রন যে কম প্রাণঘাতী এবং অপেক্ষাকৃত মৃদু উপসর্গ তৈরি করে- তার পক্ষে আরও প্রমাণ মিলেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর ইনসিডেন্ট ম্যানেজার আবদি মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ওমিক্রন নিয়ে যত গবেষণা হচ্ছে, সেসবের তথ্য আমাদের কাছে এসেছে।

ডব্লিউএইচওর নিজস্ব গবেষণা ও অনুসন্ধানও রয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হয়েছি যে, ওমিক্রন ভাইরাস মানুষের ফুসফুসকে সহজে আক্রমণ করে না; এটি মূলত নিজের বিস্তারের জন্য বেছে নেয় মানুষের নাসারন্ধ্র ও শ্বাসনালী অঞ্চলে।’

Loading