নিজস্ব প্রতিনিধি – অনলাইনে স্মার্টফোন অর্ডার করেছিলেন এক যুবক, কিন্তু পেলেন মাটির দলা!  এই ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির।  ঘটনার ভুক্তভোগী ওই যুবক জলপাইগুড়ির কুকুরজান এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। তিনি পেশায় চা বাগানের শ্রমিক।

 জানা যায়, বেশ কয়েকদিন আগে দিল্লির একটি নম্বর থেকে ফোন যায় তার কাছে। জানানো হয়, বিশেষ মোবাইলের ওপর রয়েছে ৫০ শতাংশ ছাড়। এমন লোভনীয় অফার শুনেই ফোনটি কিনতে রাজি হন বিজয়।

ফোনের ওপার থেকে দেওয়া নির্দেশ মেনে অনলাইনে মোবাইল বুকও করে দেন তিনি। বৃহস্পতিবার সেই পার্সেল পৌঁছায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে।

 এরপর সেখান থেকে তিন হাজার ৩০০ টাকা দিয়ে পার্সেলটি নিয়ে যান বিজয়। প্যাকেটটি খুলতেই তার চক্ষু চড়কগাছ। দেখেন বাক্সে মোবাইলের মোড়কের মধ্যে ভরা রয়েছে মাটি। এমন ঘটনার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছে বিজয়।

Loading