নিজস্ব প্রতিনিধি – বৃহস্পতিবার লখিমপুরকাণ্ডে উত্তাল ছিল সংসদের দু’কক্ষ। অধিবেশন শুরুর আগে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস।
লোকসভায় অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সাংসদরা। হইচইয়ে মুলতুবি হয়ে যায় অধিবেশন। হইচইয়ে রাজসভার অধিবেশনও মুলতুবি হয়ে যায়। দু’কক্ষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হন বিরোধী সাংসদরা।