নিজস্ব প্রতিনিধি – প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ৫২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখের উপরে।
রবিবার সকাল (৫ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৬ কোটি ৫৭ লাখ ৬ হাজার ২৪২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৬৪ হাজার ১২৬ জন। মোট সুস্থ হয়েছে ২৩ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৯৯৮ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৯৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন এবং মারা গেছেন ৮ লাখ ৮ হাজার ৬০৮ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬১৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৬২০ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৬০৬ জন।