শান্তি রায়চৌধুরী: আচমকাই মোহনবাগানের সচিব পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস। দায়িত্ব গ্রহণের ২৩ মাস বাদে সচিব পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব সভাপতি স্বপনসাধন বোসের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।
ইস্তফা পত্র জমা দেওয়ার পর সৃঞ্জয় বোস বলেছেন, ব্যক্তিগত কারণেই সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তিনি জানিয়িছেন, আগামীতে ক্লাবের সমর্থক এবং সদস্য হিসেবে থাকবেন। অন্যদিকে, ক্লাবের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
42 total views, 2 views today