নিজস্ব প্রতিনিধি – এ বছর শীত তবে বেশিদিন স্থায়ী হবে না? অন্তত নতুন বছরের শুরুতে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আবহাওয়াবিদরা জানান, নতুন বছরে রাতের তাপমাত্রা নামলেও তা বেশিদিন স্থায়ী হবে না। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পাচ্ছে শীত। আগামী ৫ জানুয়ারি থেকে ফের বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচদিন উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বছরের প্রথম তিনদিন রাতের তাপমাত্রা নিম্নমুখী হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।

Loading