নিজস্ব প্রতিনিধি – উদ্বেগ বাড়িয়ে বাংলায় হানা দিয়েছে ওমিক্রন। বিদেশ না গিয়েও, মেডিক্যাল পড়ুয়ার ধরা পড়েছে করোনার নতুন স্ট্রেন। এই প্রেক্ষাপটে করোনা বিধি মানা দূরের কথা, বড়দিনে বাঁধ ভাঙা ভিড়ের ছবি ধরা পড়েছে কলকাতায়। জেলাতেও দেখা গিয়েছে অসচেতনার ছবি। নাগরিকদের একাংশের মনোভাব নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।

 141 total views,  2 views today