নিজস্ব প্রতিনিধি – গ্রীসে ষাটোর্ধ্বদের করোনা টিকা না নিলে করা হবে জরিমানা। এমনটাই জানিয়েছে সেখানকার সরকার।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জানিয়েছেন, তাঁদের ষাটোর্ধ্ব বহু নাগরিক আছেন, যাঁরা এখনও টিকা নেননি। সকলের জীবন রক্ষা করতে এবং টিকা যে নিরাপদ তা বোঝাতেই এমন পদক্ষেপ।

জানা গিয়েছে, গ্রীসে কোভিড আক্রান্ত ১০ জনের মধ্যে যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাঁদের বয়স ষাট বা তার বেশি। পাশাপাশি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১০ জনের মধ্যে ৭ জনের বয়স ষাটের বেশি এবং ১০ জনের মধ্যে ৮ জনই এখনও টিকা নেননি।

Loading