শান্তি রায়চৌধুরী: এবার থেকে ২৪ জানুয়ারির পরিবর্তে প্রতি বছর ২৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান। যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অন্তর্ভুক্ত করা যায়, সেই লক্ষ্যে। এর আগে নরেন্দ্র মোদি সরকার সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন শুরু করে।
কেন্দ্র সারা দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে যুক্ত সাইটগুলিকে প্রচার করার পরিকল্পনা তৈরি করেছে ৷ গত বছর, অক্টোবরে, সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট করেছিল যে, পর্যটন মন্ত্রক আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকী, ২১ অক্টোবর, ১৯৪৩-এ নেতাজি কর্তৃক ঘোষিত সরকার গঠনের বার্ষিকী উদযাপনের জন্য কিউরেটেড ট্যুরের পরিকল্পনা করছে।
প্রসঙ্গত, পরাক্রম দিবস নাকি দেশনায়ক দিবস! নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ঠিক কোন নামে হবে, তা নিয়ে এর আগে চরমে উঠেছিল রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মজয়ন্তীকে পালন করে পরাক্রম দিবস নামে। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার নেতাজি জন্মজয়ন্তী পালন করে দেশনায়ক দিবস হিসেবে।
26 total views, 2 views today