এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতা ও দুটি টেস্টের ফলের ওপর নির্ভর করে বাছা হবে। এর মধ্যে রয়েছে কোডিং টেস্ট ও পার্সোনালিট টেস্ট। রাজ্যে খাদ্য ও সরবরাহ দফতরে কাজের বিজ্ঞপ্তি জারি হয়েছে।টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল (IMPDS) পদে হবে নিয়োগ।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

TECHNICAL SUPPORT PERSONNEL (IMPDS) – 21 Posts

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবদেনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে MCA, B.E/ B.Tech/ M.Sc, IT/Computer Science-এ।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

West Bengal Food & Supplies Recruitment:

অভিজ্ঞতা – এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ডেটা অ্যানালিটিক্স, UI বিশেষজ্ঞ, UI ডিজাইনার, ডেটাবেস ম্যানেজমেন্ট, MIS ও রিপোর্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা, অভিজ্ঞতা দক্ষতাজ্ঞান-সহ একজন সফটওয়্যার ডেভেলপার হিসাবে ন্যূনতম ৫ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

West Bengal Food Supplies Jobs:

বেতন কত ?  এই পদে প্রার্থী হিসাবে মনোনীত হলে ওই ব্যক্তি মাসে ৪০,০০০টাকা করে বেতন পাবেন। এই বিষয়ে আরও জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।

কোন পদে কত নিয়োগ:

West Bengal Food & Supplies Recruitment: বয়স সীমা:

টেকিনিক্যাল পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।

IMPDS Recruitment: প্রার্থী বাছাই

এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতা ও দুটি টেস্টের ফলের ওপর নির্ভর করে বাছা হবে। এর মধ্যে রয়েছে কোডিং টেস্ট ও পার্সোনালিট টেস্ট। চাকরিপ্রার্থীদের এই পরীক্ষার দিনক্ষণ ও স্থান অফিয়াল ওয়েবসাইট West Bengal Food & Supplies Department — https://food.wb.gov.in -এ জানিয়ে দেওয়া হবে।

West Bengal Food & Supplies Recruitment: কীভাবে আবেদন করবেন ?

এই পদে চাকরিপ্রার্থীকে আগামী ৫ জানুয়ারির মধ্যে অনলাইনে  https://food.wb.gov.in -এ উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট ও অভিজ্ঞতার প্রামাণ্য নথি দিয়ে আবেদন করতে হবে।

Official website of West Bengal Food & Supplies Department — https://food.wb.gov.in

Loading