শান্তি রায়চৌধুরী :  পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অ্যাশেজে ১-০ তে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেয়া ২০ রানের টার্গেটে এক উইকেট হারিয়েই টপকে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৫২ রান করে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

তিন উইকেটে ২২০ নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ৭৭ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায় থ্রি লায়নসরা। ২৯৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। নাথান লিওন নেন চারটি উইকেট।

প্রথম ইনিংসে ২৭৮ রানে এগিয়ে থাকা অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০ রান। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১৪৭ ও ২৯৭, অস্ট্রেলিয়া ৪২৫ ও ২০/১।

 সিরিজের দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হবে।

 224 total views,  2 views today