নিজস্ব প্রতিনিধি – কুয়াশা মাখা শীতের ভোর। যত্ত আলসেমি এই সময়েই উড়ে এসে জুড়ে বসে। ঘুমে চোখ জড়িয়ে আসে গাড়ির চালকদের। তাতে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা।
সড়ক দুর্ঘটনা এড়াতে ভোরে কলকাতায় বিভিন্ন জায়গায় গাড়ির চালকদের চা খাওয়াচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। কাগজের কাপে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ধোঁয়া ওঠা গরম চা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত বা ভোরে অনেক সময়ই গাড়ির চালকদের ঘুম পেয়ে যায়।
একাধিক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে নানা তথ্য পুলিশের সামনে এসেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে চালক হয়তো সারাদিন ঘুমাননি। আগের রাতেও তাকে গাড়ি চালাতে হয়েছে। বিশ্রামের অভাবে ঘুম আসতেই পারে। তাতেই দুর্ঘটনার কবলে পড়েছে গাড়ি। বিশেষ করে হাইওয়েতে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর শুধু চলন্ত গাড়িতে চালক ঘুমিয়ে পড়ায় কলকাতার বিভিন্ন জায়গায় মোট ৩২ সড়ক দুর্ঘটনা ঘটে। এর ফলে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২৭ জন। মালবাহী চালকদের চোখে যাতে ক্লান্ত না আসে, তাই প্রত্যেকদিন নতুন ধরনের ‘অভিযান’ শুরু করেছেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। তারা চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বদলে তাদের কাগজের কাপে করে গরম চা পরিবেশন করছেন।
পুলিশের মতে, এর ফলে অনেকটাই চাঙ্গা হয়ে উঠছেন গাড়ির চালকরা। এভাবে চালকদের পাশে দাঁড়ালে রাতের শহরে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাবে বলে মত পুলিশের।