নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে সোমবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়েছে নানা আয়োজনে। কিন্তু পাকিস্তানে ১৪ ফেব্রুয়ারি পালিত হয়েছে ‘হায়া দিবস’ হিসেবে। আর এই দিনে মেয়ে ও ছেলে কাছাকাছি আসলেই তাদের জরিমানা করা হবে বলে নোটিশ প্রদান করেছিল দেশটির বেশ কিছু উচ্চা শিক্ষা প্রতিষ্ঠান।

 ‘হায়া’ অর্থ লজ্জা। পাকিস্তানে এই ১৪ ফেব্রুয়ারি ঘিরে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নিয়ম ভাঙ্গলে শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলো।

রাওয়ালপিন্ডির ইসলামিক ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সকল নারী শিক্ষার্থীকে হিজাব পরতে হবে, যেখানে তাদের মাথা, কাঁধ ও বক্ষস্থান ঢাকা থাকবে। আর সকল পুরুষ শিক্ষার্থীকে মাথায় টুপি পরতে হবে। এ ছাড়াও নারী ও পুরুষ শিক্ষার্থীদের কমপক্ষে দুই মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। অন্যথায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হবে এবং অভিভাবকদের কাছে নালিশ পৌঁছানো হবে। ১৪ ফেব্রুয়ারি ভেলন্টাইনস ডে উপলক্ষে প্রতি বছরের মত এবার শিক্ষার্থীদের জন্য কিছু নিয়ম প্রদান করা হয়েছে।

Loading