শান্তি রায়চৌধুরী :  মঙ্গলবার থেকে এই নিউ ল্যান্ডেই সিরিজের শেষ টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। ওয়ান্ডারার্সে হারের জ্বালা মেটানোর পাশে রয়েছে সিরিজ জয়ের হাতছানিও। বিরাটরা নিউল্যান্ডস টেস্ট ও সিরিজ জিতে নয়া ইতিহাস গড়তে পারবে কিনা, তা জানা যাবে আর কয়েকটা দিন বাদে। তবে প্রস্তুতিতে ফাঁক নেই রাহুল দ্রাবিড়ের দলের। কোচ হিসেবে দ্রাবিড় তাঁর চেষ্টার ত্রুটি রাখছেন না।

দলের প্রায় সব সদস্যের সঙ্গেই আলাদা করে কথা বলছেন দ্রাবিড়। খেলা শুরুর আগে হয়তো আরও বলবেনও। কিন্তু তারপরও মাঠে নেমে সেরাটা দিতে হবে চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামিদেরই। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর পর ডিন এলগারদের নিয়ে নিশ্চিতভাবেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নতুনভাবে ভাবতে হবে। সেই ভাবনা চলছেও। কিন্তু তার চেয়ে বেশি করে ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক হতে হবে।

ফিট হয়ে অধিনায়ক বিরাট কোহলি ফিরছেন শেষ টেস্টে। রবিবার  নিউল্যান্ডসের মাঠে নেটে ব্যাটিংও করেছেন ভারত অধিনায়ক। চোট সারিয়ে ফিরে কোহলি কি দলকে ব্যাট হাতে নয়া দিশা দিতে পারবেন? জবাব দেবে সময়।

ভারতীয় দলের একটি সূত্রের খবর, নিউল্যান্ডসের উইকেট রীতিমতো চ্যালেঞ্জিং হতে চলেছে। যেখানে পেস-বাউন্স, দুই থাকছে প্রবলভাবে। তাই দলের ব্যাটারদের কোচ দ্রাবিড় তাঁর সাধ্যমতো বারবার বুঝিয়ে চলেছেন ব্যাট হাতে বাইশ গজে কীভাবে নিজেদের মেলে ধরতে হবে।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের মাঝে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা অনেকটাই পিছনের সারিতে চলে গিয়েছিল।

যদিও কোচ দ্রাবিড় ম্যাচ হারের পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ব্যাটারদের আরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবার বিরাট, পুজারা, রাহানে,মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুলরা পারবেন দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়তে? এর উত্তর পাওয়া যাবে ১৫ জানুয়ারি।

Loading