শান্তি রায়চৌধুরী: অনেক টালবাহানার পর গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার  অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

তবে কোভিড বিধি মেনে চলতে হবে এ রকমই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কলকাতা হাইকোর্ট থেকে জানিয়ে দেয়া হয়েছে, এখন পর্যন্ত করোনা বিধি নিয়ে যে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা মেনে মেলার আয়োজন করতে হবে। যাঁরা মেলায় যাঁবেন তাঁদেরও অবশ্যই মানতে হবে করোনা বিধি।

গোটা বিষয়টার উপর নজর রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। তিনি লক্ষ্য রাখবেন যথাযথভাবে কোভিদ বিধি মানা হচ্ছে কিনা।

আর যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে তাতে মুখ্যসচিব থাকবেন। একইসঙ্গে থাকবেন বিরোধী নেতা বা তাঁর প্রতিনিধি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তাঁর প্রতিনিধি। এই কমিটির কাজই হবে সরকারের জারি করা বিধি মেলার  মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখার।

এদিকে, গঙ্গাসাগর মেলা উপলক্ষে আউট্রাম ঘাটে ভিড় জমতে শুরু হয়েছে। ভিনরাজ্য থেকে যেসব পুণ্যার্থীদের আসছেন তাদের অধিকাংশেরই মুখে কিন্তু নেই মাস্ক। তবে  বাবুঘাটে মাস্ক বিলি করতে শুরু করেছে পুলিশ।

Loading