নিজস্ব প্রতিনিধি – কেন্দ্রীয় মন্ত্রিসভায়  বুধবার মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ২১ বছর করার প্রস্তাবনা পাশ  হল।

সূত্রের খবর, এক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর কথা বলেছিলেন। তারপর থেকেই শুরু হয়েছিল এই বিষয়ে চিন্তাভাবনা। গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের মহিলাদের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য বলেছিলেন বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর কথা। সেই কারণে প্রস্তাবনা পেশ করা হল।

 160 total views,  2 views today