শান্তি রায়চৌধুরী: দুপুরবেলা ফের আতঙ্কে কেঁপে উঠলো শরৎ বোস রোড। চলল গুলি। শনিবার ৫৪-এ শরৎ বোস রোডে একটি অফিসের ভেতর গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। তবে গুলিকাণ্ড কেউ জখম হননি। এখনও অবধি এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
সূত্রের খবর, শনিবার ওই অফিসে একটি বাইকে করে দুই অপরিচিত ব্যক্তি এসে এক অধিকর্তার সঙ্গে দেখা করতে চান। কিন্তু আধিকারিকের নাম স্পষ্ট করে না বলতে পারায় বাধা দেন নিরাপত্তারক্ষী। এরপরেই ওই দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হননি। ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ। তবে এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
197 total views, 4 views today