নিজস্ব প্রতিনিধি – নববর্ষ উদযাপনে FCর পর হঠাৎ করেই ভারতের গোয়ায় করোনা সংক্রমণের হার বেড়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাজ্যটিতে ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়।

এতে সেখানে করোনা শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। ভারতের উপকূলীয় এ রাজ্যটিতে বর্তমানে অ্যাকটিভ রোগী রয়েছেন এক হাজার ৬৭১ জন।

বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ডিসেম্বরের শেষের দিক থেকে গোয়াতে প্রচুর পর্যটক দেখা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, উৎসব পালন করতে প্রচুর পর্যটক ভ্রমণ করায় করোনা শনাক্তের হার বেড়েছে। শনাক্তের হার ১০ দশমিক সাত শতাংশ ছাড়িয়ে গেছে।

রোববার উত্তর গোয়ার একটি জনপ্রিয় পর্যটন স্পটে বিপুল ভিড়ের একটি ভিডিও টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, উত্তর গোয়ার বাগা সমুদ্র সৈকতের কাছে একটি রাস্তায় শত শত মানুষ হাঁটছেন।

অন্যদিকে করোনার সংক্রমণ বাড়ায় রাজ্যের স্কুল-কলেজের ওপর ২৬ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতের কারফিউ সোমবার বা মঙ্গলবার রাজ্য প্রশাসন জারি করবে।

Loading