নিজস্ব প্রতিনিধি – গেল সপ্তাহে দুর্ঘটনার শিকার হয়ে বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ ১১ জন নিহত হয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এই জেনারেল দেশটিতে ব্যাপক জনপ্রিয় ছিলেন।

সামাজিকমাধ্যম ফেসবুকে বিপিন রাওয়াতের মৃত্যুর খবরে হাসির ইমোজি দিয়ে কাশ্মীরের এক ব্যাংক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

ভারতে বিপিন জনপ্রিয় হলেও তাকে নিয়ে বেশ বিতর্কও ছিল। অধিকৃত কাশ্মীরে সামরিক যানের সামনে এক বেসামরিক ব্যক্তিকে বেঁধে রাখা সেনা কর্মকর্তাকে পুরস্কার দিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন।

বিপিনের চপার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে এক ভারতীয় গ্রেপ্তার হয়েছেন। স্ট্যাটাসে ওই ব্যক্তি বলেন, ‘জাহান্নামে প্রবেশের আগে জ্যান্ত পুড়ে মরেছেন বিপিন রাওয়াত।’

এরপর মানুষের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজস্থান থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সপ্তাহের শেষের দিন ভারতের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

কর্নাটক রাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে। সামরিক কমান্ডারকে অসম্মান করে ‘বিকৃত মানসিকতার’ পরিচয় দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোমাই।

সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীকে গ্রেপ্তার করেছে ভারত সরকার। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতে বাকস্বাধীনতার লাগাম টেনে ধরা নিয়ে মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করে আসছেন।

একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের পরাজয় উদযাপন করায় গেল অক্টোবরে একডজনেরও বেশি লোককে আটক করা হয়েছে। রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসবিরোধী আইনে তাদের অনেকে এখনো কারাগারে রয়েছেন।

 61 total views,  2 views today