শান্তি রায়চৌধুরী: সারা বিশ্বে করোনার গতিকে রুখতে চলছে টিকাকরণ। তবে মহামারি কবে বিদায় নেবে, সেই প্রশ্নের উত্তর  কারও কাছে জানা নেই।

এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর অতিমারি বিভাগের প্রধান সমীরণ পাণ্ডা। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ১১ মার্চের পর থেকে করোনা ভারতে একটি সাধারণ রোগে পরিণত হবে।

আর সেটা হলে এই ভাইরাসের সংক্রমণ তুলনামূলকভাবে অনেকটাই কমবে এবং তা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে। দিল্লি ও মুম্বইয়ে সংক্রমণ শীর্ষে পৌঁছেছে কিনা, সেই প্রসঙ্গে তিনি জানান, এটা জানতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। কয়েকদিনের সংক্রামিতের সংখ্যা বা সংক্রমণের হারের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোনো যায় না।

এখনও সেভাবে কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ওই প্রাণীগুলির থেকে মানুষের সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এভাবে নির্দেশ দেওয়ার কোনও মানে হয় না। বরং পোষ্য মালিকরা যদি নিয়মিত হাত ধুয়ে নেন ও তাদের চুম্বন না করেন তাহলেই সংক্রমণ এড়ানোর একটা উপায় হতে পারে।

 38 total views,  2 views today