শান্তি রায়চৌধুরী: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বুস্টার টিকা নেওয়ার জন্য নতুন করে ওয়েবসাইটে নাম নথিভুক্তকরণের প্রয়োজন নেই। নির্দেশে বলা হয়েছে, সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে।

যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তারা সহ যাটোর্ধ্ব প্রবীনদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে চলতি মাসের ১০ জানুয়ারি থেকে।

আর এই পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছিল কীভাবে মিলবে বুস্টার ডোজ?  কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কো-উইন অ্যাপে নতুন করে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই।

 139 total views,  2 views today