মনসমুদ্র

কলমে- চন্দনা কুন্ডু

বিধাননগর, কলকাতা, ফোন-9836087484

********

সমুদ্রতীরে বসে, আমার অবুঝ মন ঢেউ দেখে ‌,

একরাশ উল্লাসে উচ্ছল হয়ে ছিলাম ।

অকারণে হয়ে ছিলাম খুশিতে আত্মহারা

দেখেছিলাম রাশি রাশি অগুন্তি লহরীমালা।

মনে মনে কত ছবি এঁকে ছিলাম সমুদ্রকে নিয়ে,

চিক চিক  বালিতে মুক্তার সন্ধানে,

কতো শত নক্ষত্রকে খোঁজের বিলাসে বিভোর।

নীল জল সোনা হয় অরুন কিরণে

অনুরাগের ছোঁয়া লাগে সকালে বিকাল।

চাই না হারাতে অপূর্ণতার দিন।

ভোরের সূর্য উঠা দেখে,নীল আকাশের নিচে নীলজলের  তরঙ্গ যেন হাসে খিল খিল।

তাই দেখে বাতাস মাতাল হলো সমুদ্রের টানে।

কি জানি কেন,মন পাগল হলো সন্ধ্যা বেলায়,

উতাল হাওয়া দোলা দেয় মনে।

কানে কানে কিছু  কথা যায়  বলে,

সমুদ্রতীরে বসে আমি একা, এক মনে।

অবুঝ  মন আমার  ছুঁয়ে যায়,

অকারণে মনসমুদ্রে আজ আমি কতো খুশি ।।

Loading