নিজস্ব প্রতিনিধি: জমে উঠেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। শেষ হয়েছে পাঁচ দফা নির্বাচন। আজ বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট।  এবারের ভোটগ্রহণ পর্বে উত্তরপ্রদেশের ৫৭ টি আসনে লড়াই হবে। এবং এবারের পর্বে উল্লেখযোগ্যভাবে ভাগ্য পরীক্ষায় নামছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তাঁর বিরুদ্ধে সমাজবাদী পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন প্রয়াত বিজেপি নেতা উপেন্দ্র দত্ত শুক্লার স্ত্রী। পাশাপাশি রাজ্যের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু, স্বামী প্রসাদ মৌর্য, সপা নেতা রাম গোবিন্দ চৌধুরী সহ বেশ কিছু হেভিওয়েট নেতার ভাগ্যপরীক্ষা এবার। মোট ৬৭৬ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে বৃহস্পতিবার।

সূত্র : আরব নিউজ, দ্য ইনডিপেনডেন্ট

Loading