কৃষ্ণ চূড়া

✍ – তৃপ্তি সুধা মণ্ডল

শ্রী রমেশ মিত্র রোড, গ্রাম-কাদিহাটি, পোঃ গান্টি. উত্তর ২৪ পরগনা

 

কৃষ্ণচূড়ার গন্ধ আমি পাই নি কখনো

তবুও,

হেঁটে গেছি সারা বেলা

ওই বসন্তের পথ ধরে-

তোমাকে ভালোবেসে সুখ পাই নি

তবুও

আছি কি এক মায়ার বাঁধনে

 পড়ে-

শীতের উত্তরে হাওয়ায় যখন

কেঁপেছে  অন্তর

তখন তোমার ভালোবাসার উষ্ণতা

খুঁজেছি-

 জড়িয়ে নিয়েছি শাড়ির আঁচল

তোমাকে ভেবে –

ওই ভাবনা ই আমার সার-

মনের মাঝে দহন হয়েছে

 তাই বার বার!

 জীবন বড় অদ্ভুত

সে ভাবে এক

হয় অন্য

বড় বিস্ময়!

রাতের মায়ায়  খুঁজেছি তোমাকে-

কত না ভালোবেসে

নীরবের কানাকানি

দেখেছি আমি

অবাক বিস্ময়ে !

ভাবনা আমার এগিয়ে চলেছে

গভীর রাতের পথ ধরে-

রাত জাগা পাখি ডেকেছে

সাথী হারা হৃদয় নিয়ে-

সময় নিয়েছে কেড়ে

বসন্তের ফুল গুলি

তবুও ক্লান্ত হৃদয়

আজও

বসন্তের কথা ভাবে !

……………………………………………………………………………………………………

 

 

 

Loading