কলুষিত সমাজ

কলমে  – মহামায়া রুদ্র

 

গণতান্ত্রিক দইয়ে”” স্বার্থের চিড়ে ভেজায় অনায়াসে॥ লুটের ফসল ঘরে তুলে”” তৃপ্তির ঢেকুর তোলে।  সমাজের সাধারণ মানুষেরা করজোড়ে ভিক্ষার প্রার্থী ওই দুষ্কৃতীদের কাছে।

বুদ্ধিজীবীরা আজ বন্ধ মুখ ।

কোন কলম ও আর সহজে গর্জে ওঠেনা।

অ- মেরুদণ্ডী সমাজে প্রানের ভয়ে বোবা প্রতিবাদ।

 এক নিমেষে অসহ্য যন্ত্রণায় মুচড়ে ওঠে জরা জীর্ণ অস্থি। ফিসফিস গুন গুন শব্দের তরঙ্গ ছড়ায়, অথচ বজ্রপাত ও হয় না বা পুড়ে ছারখার ও হয়না। অন্যায় অবিচারে ও নির্বিকার মুখ।

এভাবেই অকেজো হয়ে যাচ্ছে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ।

সত্যের ভয় আর মিথ্যার জয় দিয়েই চলছে সমাজের ক্ষয়।

কিছু অসৎ মানুষের বাড় বাড়ন্ত ,অকাল সমাবেশ”  নির্বোধ ভক্তদের দান দাক্ষিণ্যে কোন ত্রুটি নেই, অবরুদ্ধ যন্ত্রণায় বুকে আসে প্রতিবাদ,তবু মুখে নেই কোনো প্রতিবাদের ভাষা ।

বৈশাখের দাবদাহে মিছিলে লাইন পেটের খিদে তৃষ্ণায় বুক ফাটে। তবু প্রতিবাদ নেই ,জেলের আসামির মতো মাথা নত””।

আমরা পিছু হাঁটতে হাঁটতে দেয়ালে ঠেকেছে পিঠ ।

এবার এগিয়ে যাওযার সময় এসেছে।

জনগণ আর ঘুমিয়ো না ওঠো জাগো প্রতিবাদ করো। আজ যেটা আমার সাথে ঘটছে কাল সেটা তোমার সাথেও ঘটতে পারে। অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হও । এসো সকলে মিলে সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলি।

 

Loading