কবিতা

 

সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী

চন্দননগর, হুগলি

কবিতা আমার জীবনের গান চলার সাথীও বটে,

আপন মনে যে কত কিছু লিখি খাতায় ফুটে  ওঠে।

জমা কথাগুলি ছট্ ফট্ করে কখন বেরোবে বলে,

সাদা খাতা আর কলমের কালি মনের আঁকাতে চলে।

আশপাশের যে বাস্তব চিত্র ও চমক হেনেছে মনে,

আগল ভেঙেছে পাগলের কথা জানুক এবার জনে।

মনের কলসে গহন জেগেছে কথা কলি ওঠে ভরে,

কলমের খোঁচা বার বার বলে উজাড় কর হে মোরে।

অজান্তে তাই ডাইরীর পাতা নিমেষে হয়েছে শেষ,

শব্দে, ছন্দে একাকার হয়ে বইছে ভাবের রেশ।

ভালো মন্দের বিচার জানিনে লিখি যে অনেক কিছু,

আপন মনেতে শব্দেরা খেলে কলম নিয়েছে পিছু।

কবিতা না হোক মনের বেদনা কামনা বেড়েছে দমে,

ফুরসত পেলে লিখি বেশ কিছু উৎসাহ পাই মনে।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading