কবিতা :- মমতাময়ী

কলমে – নবলতা শীল

 

ভুবন মাঝে এনেছো তুমি

গর্ভে ধরেছো আমায় ,

জন্ম নিয়েছি তোমার কোলে

ভরিয়ে দিয়েছো ভালবাসায় ।

তুমি হলে প্রথম গুরু

আমার বড় প্রিয়জন ,

তুমি আমার সুখ দুঃখের

এক, বড়ই আপনজন।

তোমার তুলনা নেইতো মা’গো

উদারতায়, সবার সেরা ,

অকৃত্রিম স্নেহ আদর ভালোবাসা

সন্তানদের নিয়ে ঘেরা ।

মায়ের আঁচলের ছায়া পেলে

 সুখে সন্তান থাকে ,

তার আশীর্বাদ থাকলে পরে

বিপদ ছোঁয়না তাকে।

তোমার চরণে ঠাঁই দিও

কিছু নাহি চাই,

মায়ের মতন মমতাময়ী

আর কেহই নাই।

Loading