কবিতা মাঝারে

✍ অদিতি মুখার্জী সেনগুপ্ত

সংক্ষিপ্ত কবি পরিচিতি:-কবির জন্ম ২০শে জুন, ১৯৭১ সালে উড়িষ্যা রাউরকেল্লায়। বাবা ও দাদার অণুপ্রেরণায় ও বাংলা ভাষার প্রতি অগাধ ভালোবাসা থেকেই লেখা শুরু। প্রিয় সাহিত্যিক বত্রিশা অণুকবিতার ও রসিকা অণুকবিতার শ্রষ্ঠা ,অর্পিতা কামিল্যার সহযোগীতায় বত্রিশা অণুকবিতার ‘একক পরাগ’ প্রকাশিত হয়েছে।তার লেখা বই “ছোটদের কাণ্ডকারখানা”- কলম সৈনিক সাহিত্য পরিবার থেকে তুলসী জানা স্মৃতি পুরস্কার এবং মরিচীকা প্রকাশনীর বর্ষবরণ উৎসবে সেরা সাহিত্যিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে।

………………………………………………………………………………………………………..

কবিতা আমার জীবনানন্দ,

কবিতাই আমার প্রাণ,

কবিতার মাঝে পাই খুঁজে,

সুমধুর এক ঘ্রাণ।

কবিতা আমার হৃদস্পন্দন,

কবিতাতেই পাই সুখ,

কবিতার মাঝে দৃশ্যমান,

প্রেয়সীর কোমল মুখ।

কবিতা উদ্যানে করে বিচরণ,

সদাই আমার প্রাণ ও মন,

কবিতার সাথেই আমার জীবন,

কবিতার মাঝেই হোক মরণ।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading