কবিতা – হঠাৎ পাওয়া খুসি

কলমে – শর্মিষ্ঠা ভট্টাচার্য্য

কবি পরিচিতি ঃ জন্মস্থান:  বহরমপুর, মুর্শিদাবাদ। শিক্ষা: স্নাতক, পেশা : কবি, বাচিক শিল্পী, আবৃত্তিকার ও অঙ্কন শিক্ষিকা, কাব্যচর্চা, কবিতা, অনুগল্প ও নাট্য শিল্পী,ও নৃত্যনাট্য শিল্পী । ইস্কুল জীবনে নৃত্যনাট্যে  শিল্পী হিসেবেও নাম ছিল, থিয়েটারেও বেশ কয়েকবার অংশ গ্রহণ করে ছিলাম।  সাংস্কৃতিক পরিমন্ডলে  আমার  বেড়ে ওঠা।

আগুন ভরা ফাগুন দিনে পাগল বাতাসে

হঠাৎ করে এলে তুমি আমায় না জানিয়ে

কতো সুন্দর সুন্দর উপহার সঙ্গে নিয়ে।

অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি তোমার মুখ পানে

এতো কিছু ছিল তোমার মনে কে তা জানে।

আসবে যদি বোলতে তুমি কি না কোরতাম আমি

তোমার জন্য  সব রকম পছন্দের খাবার রাখতাম আনি।

চিরদিনই দুষ্টু ছিলে এখনো সাগরে ভাসো

এবার সব দুষ্টুমি ভুলে আমায় ভালোবাসো ।

তোমায় ছাড়া আমি একা কি করে থাকি

এখন থেকে আমার পাশে থেকো যে কদিন আছে বাকি।

দুজনে মিলে সাগর জলে তরঙ্গে নাচবো

ঝর্ণার জলে গা ভিজিয়ে আনন্দ তে ভাসবো।

হঠাৎ করে এলে তুমি আমায় না জানিয়ে

নিশ্চিতে ঘুমাবো এবার তোমাকে পাশে নিয়ে।

তুমি কাছে থাকলে আমার আনন্দ অপার

দুজনে হাত ধরে  হবো বৈতরণী পার।

Loading