কবির মনে কবিতা
কলমে- ড.নির্মল বর্মন – ডি.লিট
জনপ্রিয় কবিও দুঃখ পায়। বেঙ্গালুরু বা শিলং থেকেও দুঃখ পেতে পারে। কিন্তু বন্ধু’রা ভাবে মনের মধ্যে নিষ্ঠুরতা। হৃদয়- প্রবঞ্চক, খল ,শঠ
গৃহ থেকে শিশুকে গাছ তলায় নিয়ে আসে। বুক চৌচির করে; ফেলে দেয় কচুরিপানার ধারে। এমনকি অসহায় দুঃখকে। হায় দুঃখ দীর্ঘশ্বাস বহনকারী। ভাতের দুঃখ মোচন করো। কলকাতাকে আকুল করে
কবির মনে কবিতা এনে দাও। আকাশের দিকে কান পেতে শোনো গভীর রাতের যন্ত্রণায় শুনশান রাস্তা, রাস্তার ধারে সারি সারি গাছের নিচে গাড়ি।
হৃদয় নিংড়ানো কান্নার জল। মনে যন্ত্রনার দীর্ঘ নিঃশ্বাস। এইমাত্র মেঘের কলতানে দূর দেশের গহ্বর থেকে ভেসে আসে
কবির দুঃখের সেই কবিতার যন্ত্রনা।