কবি স্মরণ
কথা – অজিত কুমার দে
কন্ঠে – শর্মিলা পাল
********
প্রতিদিন হোক বাঙালির ঘরে ঘরে,
২৫ সে বৈশাখ।
১৮৬১ ৭ ই মে ২৫ সে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ জন্ম হয় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে,
বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের।
বাঙালি হারতে জানে না,
বাঙালি করে দেখাতে জানে তোমায় দেখে শিখেছে।
বাঙালিকে জয়ী করেছো গান গল্প উপন্যাস,সাহিত্য কাব্য সুর,অভিনয় দিয়ে।
তুমি সারা জীবন শুধুই পেলে ব্যথা,
তোমায় অসময়ে ছেড়ে গেছে ওরা
ছিল যারা তোমার প্রাণ।
কেড়ে নিয়েছিল তোমার মুখের হাসি,
কেড়ে নিতে পারেনি তোমার খাতা কলম।
তোমার পথেই চলেছি আমরা,
তোমার পথ ছুঁতে চেষ্টা করছি যারা।
পারলে এসো ফিরে এই বাংলার কোনো ঘরে,
আজ যে বড় অসহায় বাংলার কলম আর খাতা।
১৯৪১ ৭ ই আগস্ট
২২ সে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ
সারা বিশ্বের বাঙালিদের কাঁদিয়ে
তুমি চলে গেলে দূরে ওই তারাদের দেশে।
তুমি ছিলে বাঙালির মান,বাঙালির প্রাণ
তোমার শেষ যাত্রায় লক্ষ লক্ষ মানুষ
কলকাতার রাজপথে তোমার সাথে হেঁটেছে
চোখের জলে তোমাকে দিয়েছে বিদায়।
গুরুদেব তোমাকে জানাই প্রণাম।