কেউ বুঝলোনা দিগভ্রমটা
✍ কৃষ্ণকলি বেরা
লেখা ব্যাক্ত করে অন্তরের গভীরতা,স্থূল-সূক্ষ সব ভাব তুলে ধরে অনিমেষ,
গূঢ় অনুভূতি আলোড়ন তোলে মনে, বিশ্লেষনে ফুটিফাটা কবির আবেগ উৎসারিত সৃষ্টির দূর্ভিক্ষের ভিক্ষাপাত্রে,
টানাপোড়েনের দূর্বিসহ বোঝা তখন হৃদয় মোচরায় আন্ত্রিকের দূরুহ
যন্ত্রনায়,
ত্রিকোণমিতির এককোণে অমানবিকতা আর এককোণে নিষ্ঠুরতা,মাঝে মনুষ্যত্বহীন বিবেকের জড় অভিযান, তবুও পৃথিবীতে জন্ম হয় অজস্র মৃত্যুর,
সব লীন হয়,
শুধু পড়ে থাকা ইচ্ছের শিকড়গুলি মাঝে মাঝে মাথাচাড়া দেয় পুরোনো বাতের ব্যথার মতো।
……………………………………………………………………………………………………